কবে উচ্চ-মাধ্যমিক রেজাল্ট আউট ?

কীভাবে দেখব রেজাল্ট ?

Hs result 2022

গত দু-বছর করোনা মহামারির দাপটে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা সফলভাবে নেওয়া সম্ভব হয়নি। গত বছর একেবারেই পরীক্ষা হয়নি, তার আগের বছর অর্থাৎ 2020 সালে বেশ কিছু বিষয়ের পরীক্ষা হলেও সমস্ত বিষয়ের পরীক্ষা হয়নি। প্রায় দু-বছর পর এবছর আবারো উচ্চ-মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
যদিও এবছর হোম-সেন্টারে অর্থাৎ নিজেদের স্কুলেই উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হয়েছে, তবুও তা কোনোরকম বাঁধাবিঘ্নতা ছাড়াই সম্পূর্ণ হয়েছে। এবছরের মোট উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬ জন।এর মধ্যে ছাত্রের সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ এবং ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮।

কবে রেজাল্ট আউট

১০ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। সকাল ১১ টায় সংসদের তরফে আনুষ্ঠানিক ফলপ্রকাশ। এবং দুপুর ১২ টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল দেখতে পাবে।

কীভাবে দেখব রেজাল্ট 

স্টেপ-১

প্রথমে Google বা Chrome বা যেকোনো ব্রাউজার থেকে Wbresult.nic.in সাইটে যান অথবা নীচের Click Here -এ টাচ করুন। 

স্টেপ-২

এরপর "Latest Announcement"-এ "West Bengal Hs result 2022" অপশনে যান।
(বিঃদ্র- ১০ জুন দুপুর ১২ টার পর ওই অপশনটা খুঁজে পাবেন।)

স্টেপ-৩

তারপর একটি নতুন পেজ ওপেন হবে। ওখানে পরীক্ষার্থীর Roll No. ও Date of birth দিতে হবে। 
(Date of birth অবশ্যই DD/MM/YYYY ফরমাটে বসাতে অর্থাৎ যদি জন্ম তারিখ 12th December 2004 হয় তাহলে বসাতে হবে 12/12/2004 )

স্টেপ-৪

এরপরে Captcha দিতে হবে। অর্থাৎ ছবিতে যা লেখা থাকবে পাশের বক্সে তাই লিখতে হবে।
স্টেপ-৫

সবশেষে Submit অপশনে ক্লিক করলেই পরীক্ষার্থী তার রেজাল্ট দেখতে পাবে।


Sms-এর মাধ্যমে রেজাল্ট দেখুন-

ইন্টারনেট না থাকলে Sms-এর মাধ্যমে রেজাল্ট জানার জন্যে প্রথমে মোবাইলের Messages অপশনে গিয়ে লিখুন "WB12<Space>Roll Number" এবং পাঠিয়ে দিন 56070 অথবা 5676750 নম্বরে।

(এই পদ্ধতি কিছুটা ধীর গতির তাই ইন্টারনেট-ই বেশী সুবিধাজনক)

App-এর মাধ্যমে রেজাল্ট দেখুন-

মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য Play Store থেকে "WBCHSE results 2022"-অ্যাপ ডাউনলোড করুন। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই রেজাল্ট দেখে নিতে পারবেন।


যেসমস্ত ওয়েবসাইটে প্রকাশিত হবে রেজাল্ট-












                           |: : ধন্যবাদ : :|




Hs result 2022
Hs result news
12 result 2022
Hs result check
Hs result out date
Wb hs result check
Hs result 2022 date
Hs result check 2022
WBCHSE result 2022
Hs result out date 2022
Hs result check website
Hs result kivabe dekhbo
Hs result ki kore dekhbo
Hs result 2022 kobe dibe
Hs result 2022 kobe debe
West Bengal hs result check
How to cheak hs result 2022 
Hs result 2022 date west bengal
How to cheak hs result 2022 wb
Wbchse uccha madhyamik result
How to cheak wb 12th result 2022
West bengal hs result check website
Hs result 2022 date west bengal board

উচ্চমাধ্যমিক রেজাল্ট 2022 চেক
উচ্চমাধ্যমিক রেজাল্ট চেক 2022
উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে 
উচ্চমাধ্যমিক রেজাল্ট 2022
উচ্চমাধ্যমিক 2022 রেজাল্ট
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022
কখন hs রেজাল্ট দেখা যাবে
উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে দেবে
উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে দিবে
কোন ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিক রেজাল্ট
কবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখবো
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কোন ওয়েবসাইটে