Madhyamik result 2022
অবশেষে অপেক্ষার অবসান, আগামী ৩রা জুন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হতে চলেছে। গত ৭ই মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত এবছরের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মোট পরীক্ষার্থী ছিলেন প্রায় ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। যাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯জন এবং ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।
মাধ্যমিক রেজাল্ট আউটের সময়-
৩রা জুন শুক্রবার সকাল ৯ টায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিক রেজাল্ট প্রকাশ করা হবে এবং মেধা তালিকা প্রকাশিত হবে। সকাল ১০ টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে পাবে।
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কি করে দেখবো-
এবার প্রশ্ন কীভাবে রেজাল্ট দেখব।নিম্নলিখিত পর্যায় গুলি অনুসরণ করে সহজেই আপনি রেজাল্ট দেখতে পাবেন।
প্রথম,
Chrome বা Google অথবা যেকোনো ব্রাউজার থেকে wbresults.nic.in সাইটে যান। কিংবা সরাসরি উপরের লিঙ্কে ক্লিক করুন।
দ্বিতীয়,
এখানে "Latest Announcement" অংশের "Madhyamik Pariksha(SE) results- Year-2022" -তে ক্লিক করুন।
(বিঃদ্রঃ- ৩রা জুন শুক্রবার সকাল দশটার পর এটি শো হবে)
তৃতীয়,
এরপর পরবর্তী পেজ ওপেন হবে। এখানে "Enter Your Roll number" -এর ঘরে ছাত্র বা ছাত্রীর রোল নং টাইপ করুন এবং "Enter Date of Birth" এর ঘরে জন্মতারিখ(DD/MM/YYYY)দিন।
চতুর্থ,
এরপর নীচে Captcha দিন, সবশেষে "Submit"- এ ক্লিক করুন। এভাবে ওই পরীক্ষার্থী তার মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পারবে।
এছাড়াও নীচের দেওয়া ওয়েবসাইটের মাধ্যমেও রেজাল্ট দেখতে পারেন।
Sms এর মাধ্যমে রেজাল্ট দেখুন-
ইন্টারনেট না থাকলে Sms এর মাধ্যমেও রেজাল্ট দেখতে পারেন এইভাবে-
মোবাইলের Messages অপশনে গিয়ে লিখুন "WB10<space>Roll Number" এবং পাঠিয়ে দিন 5676750 নাম্বারে।
(এই পদ্ধতি কিছুটা ধীর গতির। তাই ইন্টারনেট-ই বেশী সুবিধাজনক)
-----৹-----
সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।
|:: ধন্যবাদ ::|
------------------------------------
Madhyamik result
West Bengal Board result 2022
Www results nic in 2022 class 10
Wbresults nic in 2022
Www exametc com result 2022
madhyamik result 2022
Madhyamik 2022
Madhyamik result 2022 date
Madhyamik
Madhyamik result out
Madhyamik result cheak
Madhyamik result online
Madhyamik result cheak online
MP 2022 result
MP 2022
MP result
মাধ্যমিক রেজাল্ট
মাধ্যমিক রেজাল্ট চেক
মাধ্যমিক 2022 রেজাল্ট
মাধ্যমিক 2022
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কী করে দেখবো
মাধ্যমিক রেজাল্ট 2022
পশ্চিমবঙ্গের মাধ্যমিক রেজাল্ট
মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট
মাধ্যমিক রেজাল্ট মোবাইলে কীভাবে দেখব
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022

0 মন্তব্যসমূহ