Covid 19 বিশ্বব্যাপী যেভাবে ছরিয়ে পরেছে সেখানে vaccine একমাত্র ভরসা।ভারত সরকার উদ্যোগে ভারতে Covishild এবং Covaxin নামে দুই ধরনের vaccine সমস্ত মানুষের জন্য বিনামূল্যে দেওয়া চলছে।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে Vaccine এর জন্য রেজিস্ট্রেশন করব এবং কীভাবেই বা vaccine নেওয়ার পর সার্টিফিকেট ডাউনলোড করব।
1. প্রথমে Google বা যেকোনো Browser(Chrome,firefox Etc.) এ গিয়ে Cowin টাইপ করে সার্চ করুন অথবা সরাসরি Cowin.gov.in সাইট এ যান।
2.এরপর Register/Sign in এ ক্লিক করুন।
3.তারপর নেক্সট পেজ ওপেন হবে এবং "Enter Your mobile number" সো করবে। ওখানে আপনি আপনার বা যার ভ্যাকসিনের জন্য Registration অথবা Certificate ডাউনলোড করবেন তার মোবাইল নাম্বার দিয়ে দিন এবং "Get OTP" তে ক্লিক করুন ।
4. এরপর ওই Mobile number এ একটি OTP আসবে। এবার "Enter OTP" তে মোবাইলে আসা OTP টি টাইপ করুন এবং "Verify & Proceed" তে ক্লিক করুন।
রেজিস্ট্রেশন
1.নেক্সট পেজ ওপেন হবে এবং "Add Member" সো করবে ওখানে ক্লিক করুন।
2.এরপর Name অর্থাৎ নাম,Gender অর্থাৎ লিঙ্গ (Male/Female/Others),Year Of Birth অর্থাৎ জন্মসাল লিখুন। এবার Photo Id Proof অর্থাৎ আপনি কোন Id Proof (Adhar Card,Passport,Driving Licence,PAN Card Etc.) দিতে চান তা সিলেক্ট করুন। এরপর সেইPhoto Id Number অর্থাৎ যদি আপনি আধার কার্ড এর Id Proof সিলেক্ট করেন তাহলে আধার কার্ডের নাম্বার টাইপ করুন।
3.এরপর "Add" এ ক্লিক করুন। হয়ে গেল রেজিস্ট্রেশন ।
4.আপনি যদি চান তাহলে Slot book করে নিতে পারেন। Slot Book করবার জন্য Schedule এ ক্লিক করুন এবং আপনার Pincode অথবা State এবং District সিলেক্ট করে সার্চ করুন। আপনার নিকটবর্তী Vaccination Centre দেখতে পাবেন। এবার আপনি আপনার পছন্দ মতো সময় সিলেক্ট করে নিন ।
সার্টিফিকেট ডাউনলোড
1.Certificate ডাউনলোড এর জন্য প্রথমে আপনাকে Cowin এ Sign in হতে হবে।প্রথমেই (1নং থেকে 4নং পয়েন্ট লক্ষ্য করুন)এই পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।
2.এরপর যার Certificate ডাউনলোড করবেন তার নামের একটু নীচের দিকে লক্ষ্য করুন "Show Certificate" অপশন রয়েছে ওখানে ক্লিক করুন।এবার Download এ ক্লিক করুন এবং সাথে সাথে Download হয়ে যাবে। আপনি চাইলে Certificate টিকে Digilocker এ ও সেভ করেও রাখতে পারেন।
:: ধন্যবাদ ::

0 মন্তব্যসমূহ