ব্রনের কালো দাগ দূর করার উপায়-

ব্রন-এর মতো ব্রন-এর দাগও খুব জেদী। মূলত ব্রন ঠিক হয়ে যাওয়ার পর এই ধরনের দাগ রেখে যায়। যদিও বর্তমানে নানান ধরনের ক্রিম দ্বারা এই দাগ সাময়িক ভাবে ঠিক করা যায় তবে তা থেকে পার্শপ্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েই যায়। কিন্তু চাইলে খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমরা ব্রন-এর দাগ দূর করতে পারি। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা এই সমস্যা থেকে রেহাই পেতে পারি।


কি কি করা চলবে না-


প্রথমত,

 ব্রনে নখ লাগাবেন না বা চাপ দেবেন না।অনেকেরই অভ্যাস রয়েছে ব্রন হলেই তাতে চাপ দেওয়া বা ফাটানো। এটা কিন্তু ঠিক না। এমনকি যদি ত্বকে কোনো ক্রিম বা কোনো কিছু ব্যবহার করেন তাহলে খুব হালকা ভাবে করতে হবে।

দ্বিতীয়ত, 

ত্বকে সরাসরি রোদ যাতে না লাগে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। চাইলে ভালো মানের সানস্কিন ক্রিম ব্যবহার করতে পারেন।


প্রতিকার-


১)লেবু ও মধু- 

এক চা চামচ লেবুর রসের সাথে এক চা চামচ মধু মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটিকে ত্বকের দাগযুক্ত স্থানে লাগিয়ে নিন এবং মিনিট 20 পর মুখ ধুয়ে ফেলুন।

২)মধু ও দারুচিনি - 

পরিমাণ মতো দারুচিনি গুঁড়ার সাথে পরিমাণ মতো মধু মিশিয়ে নিন। এরপর মিশ্রণটিকে ত্বকে লাগিয়ে নিন এবং ঘণ্টা খানেক পর মুখ ধুয়ে নিন।

৩) অ্যালোভেরা জেল- 

ব্রনের দাগ দূর করতে অ্যালোভেরা খুব সাহায্য করে। দিনে দুবার অ্যালোভেরা জেল ত্বকে লাগান এবং আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এতে যে শুধু মাত্র ব্রনের দাগ দূর হবে তা নয় ত্বক উজ্জ্বলও হবে।

৪)চন্দনের গুঁড়া ও গোলাপ জল -

পরিমাণ মতো চন্দনের গুঁড়ার সাথে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে নিন। এরপর মিশ্রণ টিকে ত্বকে লাগিয়ে নিন এবং শুকনো হওয়া অবধি অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন।